ঢাকা ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২১
উজিরপুর বারিশাল করোনাভাইরাস বিস্তার রোধে সারা দেশে চলছে লকডাউন। সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দোকানপাট, রাস্তাঘাট সব কিছুই বন্ধ। নেই কাজের কোনো উৎস। করোনা আতঙ্কে কার্যতই মানুষ আজ গৃহবন্দি।
মনিরুজ্জামান মনির বলেন এ পরিস্থিতিতে রুজি-রোজগার করতে না পেরে খেটে খাওয়া দিনমজুররা খাদ্য সংকটে অসহায় অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। করোনায় সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে দুর্দশাগ্রস্ত পরিবারের পাশে খাদ্যদ্রব্য, নগদ অর্থসহ জরুরি ত্রাণসামগ্রী নিয়ে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
স্থানীয় প্রশাসন, সমাজের বিত্তবান, জনপ্রতিনিধি, সামাজিক ও সেবামূলক সংগঠন
তিনি আরও বলেন, সহযোগিতা নিয়ে অসহায় মানবতার পাশে দাঁড়ানো মুসলমাদের জন্য ইমানি দায়িত্বও বটে। করোনাভাইরাসের দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ব্যক্তিগত বা সম্মিলিত উদ্যোগে দুস্থ এবং অসহায়দের সাহায্যে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।
আগাম জাকাত দেয়া জায়েজ আছে, এমনটি জানিয়ে বলেন, যাদের ওপর জাকাত ফরজ, তারা করোনাভাইরাসের এই নাজুক পরিস্থিতিতে আগামী রমজানের জাকাত গরিব-দুঃখীদের মাঝে প্রদান করতে পারেন।
‘এ ছাড়া প্রত্যেককেই অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং সামর্থ্যনুযায়ী ত্রাণ বিতরণ করলে তথা অসহায়দের সাহায্য-সহযোগিতা করলে মহান আল্লাহর কাছে এর উত্তম বিনিময় পাওয়া যাবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক