ঢাকা ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০
মারা গেছেন ৯০ দশকের জনপ্রিয় নাটক ‘কোথাও কেউ নেই’-এর জনপ্রিয় চরিত্র ‘বদি’র অভিনেতা আব্দুল কাদের (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার(২৬ ডিসেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার পুত্রবধু জাহিদা ইসলাম।
জাহিদা ইসলাম বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকেই বাবার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর হাসপাতাল থেকে আমাদের ফোন করে ইমার্জেন্সিতে যেতে বলা হয়। আমরা যাওয়ার পর বাবাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়। কিন্তু শেষ রক্ষা হলো না।
অভিনেতার এই পুত্রবধু আরও বলেন, এখন হাসপাতালেই আছেন। পারিবারিকভাবে সবাই সিদ্ধান্ত নেয়ার পর পরবর্তী প্রসিডিউর শুরু করবো।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক