ঢাকা ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০
দেশজুড়ে তোলপাড় সৃষ্টিকারী রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয়জনের ফাঁসির রায় হয়েছে। তবে মামলার অন্যতম আসামি মিন্নির বিরুদ্ধেও ফাঁসির রায় দিয়ে আদালত তার প্রতি অবিচার করেছে বলে দাবি করেছেন তার বাবা।
বুধবার দুপুরে রায় ঘোষণার পর অসন্তুষ্টি প্রকাশ করে মিন্নির বাবা মো. মোজাম্মেল হোসেন কিশোর বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। কিন্তু মিন্নির প্রতি অবিচার করা হয়েছে। আমরা উচ্চ আদালতে যাব।’
মিন্নির বাবা বলেন, তার মেয়ে নির্দোষ। চক্রান্ত করে তাকে ফাঁসানো হয়েছে।
রিফাত শরীফ হত্যার রায়ে ছয়জনের ফাঁসির আদেশের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। একই মামলায় চারজনকে খালাস দেয়া হয়েছে।
এর আগে বুধবার দুপুর পৌনে ২টার দিকে মামলার রায় ঘোষণা করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক