অগ্নিনির্বাপক না থাকায় বাকেরগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২২

নিউজটি শেয়ার করুন

 

অগ্নিনির্বাপক না থাকায় বাকেরগঞ্জে মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

 

আজ মঙ্গলবার জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দারের নির্দেশনায় বাকেরগঞ্জ পৌরসভা এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাসের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

 

এ সময় অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রয়োজনীয় অগ্নিনির্বাপক যন্ত্র ও এ সংক্রান্ত লাইসেন্স না থাকায় অগ্নিপ্রতিরোধ ও নির্বাপক আইন-২০০৩ আইন অনুসারে মিনিস্টার ইলেক্ট্রনিকসকে ৩ হাজার, শাহজাহান কম্পলেক্সকে ২ হাজার পাঁচ শত, এলএফজি রেস্টুরেন্টকে ৩ হাজার করে অর্থদণ্ড দেওয়া হয়।

 

বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম ও ফায়ার সার্ভিস, বরিশালের একটি টিম অভিযান পরিচালনায় সহায়তা করে। অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থ রক্ষায় ও অগ্নি নিরাপত্তা নিশ্চিতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ